ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১০টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) পানির নিচে, পালম্পনের পশ্চিমে।

এতে এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

প্রাথমিক আশঙ্কা অনুযায়ী, এ ভূমিকম্প স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে জরিপ মডেলগুলোতে দেখা যাচ্ছে, দুর্বল অবকাঠামো বা অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, অর্ধ কোটি মানুষেরও বেশি লোক ভিসায়ান দ্বীপপুঞ্জে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভব করেছেন। বিশেষত সেবু ও লেইতে দ্বীপের উত্তরাংশে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ‘অপরিকল্পিত বা দুর্বলভাবে নির্মিত ভবনে গুরুতর ক্ষতি’ এবং ‘সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি’ করতে পারে।

সূত্র: সিএনএন

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা!

আপডেট সময় : ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১০টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) পানির নিচে, পালম্পনের পশ্চিমে।

এতে এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

প্রাথমিক আশঙ্কা অনুযায়ী, এ ভূমিকম্প স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে জরিপ মডেলগুলোতে দেখা যাচ্ছে, দুর্বল অবকাঠামো বা অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, অর্ধ কোটি মানুষেরও বেশি লোক ভিসায়ান দ্বীপপুঞ্জে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভব করেছেন। বিশেষত সেবু ও লেইতে দ্বীপের উত্তরাংশে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ‘অপরিকল্পিত বা দুর্বলভাবে নির্মিত ভবনে গুরুতর ক্ষতি’ এবং ‘সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি’ করতে পারে।

সূত্র: সিএনএন