ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক খুদে মেয়ের সম্পর্ক দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। সেই মেয়েটি—মুন্নি, যার আসল নাম হর্ষালি মালহোত্রা। ছোট্ট বয়সে এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন তিনি।

দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক দশক। ২০১৫ সালে মুক্তি পাওয়া কবীর খান পরিচালিত এই ছবিতে অভিনয়ের সময় হর্ষালির বয়স ছিল ছয়-সাত বছর। বর্তমানে ১৭ বছর বয়সী এই অভিনেত্রী এখনো স্মৃতিতে জাগিয়ে রাখেন দর্শকের প্রিয় মুন্নিকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য—এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ২ কোটি টাকা পারিশ্রমিক! জানা গেছে, শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা এবং মোট ১০০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফলে ‘বজরঙ্গী ভাইজান’-এর মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী।

ছবির সাফল্যের প্রায় এক দশক পেরিয়ে গেলেও দর্শকদের আবেগ এখনো অটুট। অনেকেই অপেক্ষায় রয়েছেন ‘বজরঙ্গী ভাইজান ২’-এর জন্য। এ নিয়ে ইতিমধ্যেই চিত্রনাট্যকার ইঙ্গিত দিয়েছেন, ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ চলছে এবং সালমান খানও আগ্রহী। যদিও সিক্যুয়ালে মুন্নির চরিত্র থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি কেউই।

ছবিতে সালমান খান ও হর্ষালি ছাড়াও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে বাকরুদ্ধ ছোট্ট মুন্নির চোখেমুখে অভিনয় ছিল এই সিনেমার প্রাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক খুদে মেয়ের সম্পর্ক দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। সেই মেয়েটি—মুন্নি, যার আসল নাম হর্ষালি মালহোত্রা। ছোট্ট বয়সে এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন তিনি।

দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক দশক। ২০১৫ সালে মুক্তি পাওয়া কবীর খান পরিচালিত এই ছবিতে অভিনয়ের সময় হর্ষালির বয়স ছিল ছয়-সাত বছর। বর্তমানে ১৭ বছর বয়সী এই অভিনেত্রী এখনো স্মৃতিতে জাগিয়ে রাখেন দর্শকের প্রিয় মুন্নিকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য—এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ২ কোটি টাকা পারিশ্রমিক! জানা গেছে, শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা এবং মোট ১০০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফলে ‘বজরঙ্গী ভাইজান’-এর মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী।

ছবির সাফল্যের প্রায় এক দশক পেরিয়ে গেলেও দর্শকদের আবেগ এখনো অটুট। অনেকেই অপেক্ষায় রয়েছেন ‘বজরঙ্গী ভাইজান ২’-এর জন্য। এ নিয়ে ইতিমধ্যেই চিত্রনাট্যকার ইঙ্গিত দিয়েছেন, ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ চলছে এবং সালমান খানও আগ্রহী। যদিও সিক্যুয়ালে মুন্নির চরিত্র থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি কেউই।

ছবিতে সালমান খান ও হর্ষালি ছাড়াও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে বাকরুদ্ধ ছোট্ট মুন্নির চোখেমুখে অভিনয় ছিল এই সিনেমার প্রাণ।