সংবাদ শিরোনাম ::
রাজপথে রুয়েট শিক্ষার্থীগন
রাজশাহী নগরীতে রুয়েট শিক্ষার্থীগণের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি!

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
- আপডেট সময় : ০৩:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
সারাদেশের ন্যায় রাজশাহী নগরীতেও চলছে রুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। তাঁরা একেক দিন একেক নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন
মঙ্গলবার (২৬) রাজশাহী কোর্ট চত্বরে তারা বিক্ষোভ সমাবেশ করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই সময় বিভিন্ন স্লোগানের প্রকম্পিত হয় আদালত চত্বর।
পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তায় দুপুর ১২.৩০ ঘটিকায় দেখা যায় ১০০/১৫০ ছাত্র -ছাত্রী মাইক ও হ্যান্ড মাইকে নানা স্লোগান দিতে থাকে।তাদের হাতে বিভিন্ন স্লোগানের ব্যানার ফেস্টুন দেখা যায়। তাদের চোখে মুখে দৃঢ় প্রত্যয় ছিল দাবী আদায়ের জন্য।
এক শিক্ষার্থী জানান ঢাকার সঙ্গে সমন্বয় করে আমরাও বিভিন্ন কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে আজ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।