পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ,
দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে আরও ২টি গ্রহ।

- আপডেট সময় : ১০:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তলাল হয়ে উঠবে চাঁদ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়, যা স্থায়ী হবে পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত।
বাংলাদেশের আকাশে গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। গ্রহণের পূর্ণ পর্যায়ে রক্তিম আভায় ঢাকা থাকবে চাঁদ। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রাস গ্রহণটি চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত।
রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এ নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন।
দীর্ঘ ৮২ মিনিট বিশ্ববাসী রাতের আকাশে উপভোগ করতে পারবে ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য। শুধু তাই নয়, রক্তিম চাঁদের সঙ্গে দেখার সুযোগ হবে উজ্জ্বল ২ গ্রহকেও।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিরল এ দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে। সবচেয়ে ভালোভাবে এ দৃশ্য উপভোগ করা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত অঞ্চলে।