ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপ ২০২৫:

উড়ন্ত শুরু করেও আফগানিস্তনের কাছে বাংলাদেশের পরাজয়।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক:

হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটির বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের নবম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে শুভ সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ করে ৫৯ রান। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। দলের এমন অবস্থায় মনে হয়ে ছিল বাংলাদেশ দুইশত রান করতে না পারলেও, কাছাকাছি স্কোর গড়তে পারবে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে তা আর সম্ভব হয়নি।

১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৯ রান। এরপর শামিম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় আউট হওয়ায় শেষ ৩০ বলে ৩৫ রানের বেশি করতে পারেননি জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহানরা। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন ফিকে হয়ে যায়।

জাকের আলি অনিক ও নূরুল হাসানরা আফগান বোলারদের কৌশল বুঝতে না পারায় শেষ দিকে মারকাটিং ব্যাটিং করতে পারেননি। যে কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

দলের হয়ে ৩১ বলে চারটি চার আর তিনটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৩০ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান। তাওহিদ হৃদয় তৃতীয় সর্বোচ্চ ২০ বলে ২৬ রান করেন।

আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ২৩ রান ও ২৪ রান করে ২ করে উইকেট নেন নুর আহমেদ ও রশিদ খান। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এশিয়া কাপ ২০২৫:

উড়ন্ত শুরু করেও আফগানিস্তনের কাছে বাংলাদেশের পরাজয়।

আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

স্পোর্টস ডেস্ক:

হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটির বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের নবম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে শুভ সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ করে ৫৯ রান। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। দলের এমন অবস্থায় মনে হয়ে ছিল বাংলাদেশ দুইশত রান করতে না পারলেও, কাছাকাছি স্কোর গড়তে পারবে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে তা আর সম্ভব হয়নি।

১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৯ রান। এরপর শামিম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় আউট হওয়ায় শেষ ৩০ বলে ৩৫ রানের বেশি করতে পারেননি জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহানরা। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন ফিকে হয়ে যায়।

জাকের আলি অনিক ও নূরুল হাসানরা আফগান বোলারদের কৌশল বুঝতে না পারায় শেষ দিকে মারকাটিং ব্যাটিং করতে পারেননি। যে কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

দলের হয়ে ৩১ বলে চারটি চার আর তিনটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৩০ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান। তাওহিদ হৃদয় তৃতীয় সর্বোচ্চ ২০ বলে ২৬ রান করেন।

আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ২৩ রান ও ২৪ রান করে ২ করে উইকেট নেন নুর আহমেদ ও রশিদ খান। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।