রাজশাহীর খবর
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

- আপডেট সময় : ০৮:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:
শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী।দেশ বিদেশের অনেকেই শিক্ষা নিতে রাজশাহী আসেন। এবার ২০২৫ এর এসএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত বছর পাশের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছরগুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার দুটিই গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাশের দিক থেকে ছাত্রীদের ফল ভালো। ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাশ করেছে, যেখানে ছেলেদের পাশের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।
রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাশ করেছে। কোনো স্কুলেই শূন্য পাশের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বলেন, ফলাফল প্রতিবছরই ভিন্ন হয়। কোনো ব্যাচ ভালো করে, কোনোটা কিছুটা পিছিয়ে থাকে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে ফলাফল বিশ্লেষণ করে দেখব। এরপর পাশের হার বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনম মোফাখখারুল ইসলাম ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বলেন, এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাশের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেটা আমরা ঠিক বলতে পারব না।