১২ রবিউল আওয়াল
রাজশাহী নগরীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।

- আপডেট সময় : ০১:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
আজ ১২ রবিউল আওয়াল, হিজরী সনের এই দিনে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা:) জন্ম ও মৃত্যু বার্ষিকী । তাই আজকের দিনটি সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজশাহী শাহ্ মুখদম রু:(রা:) এর মাঝার হতে সাহেব বাজার ও এর আশেপাশের এলাকায় ট্রাক,মোটর সাইকেল, কার,মাইক্রো,রিক্সা, অটো রিক্সা যোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জড়ো হতে থাকেন এবং বেলা প্রায় ১১.০০ ঘটিকায় শোভাযাত্রাটি শুরু হয়ে রাজশাহী শহর প্রদক্ষিণ শেষে আবার সাহেব বাজারে জড়ো হন।
শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার,ফেস্টুন গুলি শোভা পায় এবং মাইকে উচ্চ স্বরে বাজতে থাকে হামদ ও নাত।হাজার হাজার যানবাহন অংশ গ্রহণ করেন।
আজকের দিনটি ধর্মপ্রাণ মুসল্লিগণ বিভিন্ন ভাবে দোয়া খয়েরের মাধ্যমে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে। যা সরকারী,বেসরকারি, স্বায়ত্বশাসিত ইত্যাদি প্রতিষ্টান পালন করছে যে যার মত করে।