ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা ২০২৫,

আসন্ন শারদীয় দুর্গোৎসবসহ সরকারী প্রতিষ্ঠান পাচ্ছে টানা ০৪ দিনের ছুটি ।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে লম্বা ছুটি মিলতে যাচ্ছে। পূজার শুরুতে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছুটি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় উৎসবের কারণে টানা ছুটি নির্ধারিত রয়েছে।

শিক্ষাপঞ্জিতে দেখা যায়—২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবুও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান দিনটিকে ছুটি হিসেবে পালন করবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এ সময়সূচি মেনে চলতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব ছুটির তালিকা নির্ধারণ করবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি কর্মচারীরাও দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শারদীয় দুর্গাপূজা ২০২৫,

আসন্ন শারদীয় দুর্গোৎসবসহ সরকারী প্রতিষ্ঠান পাচ্ছে টানা ০৪ দিনের ছুটি ।

আপডেট সময় : ০৩:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে লম্বা ছুটি মিলতে যাচ্ছে। পূজার শুরুতে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছুটি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় উৎসবের কারণে টানা ছুটি নির্ধারিত রয়েছে।

শিক্ষাপঞ্জিতে দেখা যায়—২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবুও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান দিনটিকে ছুটি হিসেবে পালন করবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এ সময়সূচি মেনে চলতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব ছুটির তালিকা নির্ধারণ করবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি কর্মচারীরাও দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।